আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৯- শপথ ও মান্নতের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬২৮
২৭৫১. নবী (ﷺ) এর শপথ কিরূপ ছিল?
সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) বলেছেনঃ ‘কসম ঐ সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ’!
আবু ক্বাতাদা বলেন, আবু বকর সিদ্দীক (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট لاَهَا اللَّهِ إِذًا বলেছেন।
কসমে وَاللَّهِ, وَبِاللَّهِ বা وتالله ও বলা যায়।
সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) বলেন, নবী (ﷺ) বলেছেনঃ ‘কসম ঐ সত্ত্বার, যাঁর হাতে আমার প্রাণ’!
আবু ক্বাতাদা বলেন, আবু বকর সিদ্দীক (রাযিঃ) নবী (ﷺ) এর নিকট لاَهَا اللَّهِ إِذًا বলেছেন।
কসমে وَاللَّهِ, وَبِاللَّهِ বা وتالله ও বলা যায়।
৬১৭৪। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) এর কসম ছিল لا و مُقَلِّبِ الْقُلُوبِ (লা ওয়া মুকাল্লিবিল কুলুব)। অর্থাৎ অন্তরের পরিবর্তনকারীর (আল্লাহর) কসম।
