আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১৭
৩৪৭৭. (আল্লাহ তাআলা) বান্দা ও তার অন্তরের মাঝে প্রতিবন্ধক হয়ে যান।
৬১৬৪। মুহাম্মাদ ইবনে মুকাতিল আবুল হাসান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) অধিকাংশ সময় এইরূপ শপথ করতেনঃ শপথ অন্তর সমূহের পরিবর্তনকারীর (আল্লাহর)।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন