আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়
হাদীস নং: ৬১৫৯
আন্তর্জতিক নং: ৬৬১২
পরিচ্ছেদঃ ৩৪৭২. আল্লাহর বাণীঃ যে জনপদকে আমি ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে, তার অধিবাসীরা ফিরে আসবে না (২১ঃ ৯৫)।
আল্লাহর বাণীঃ যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনও ঈমান আনবে না (১১ঃ ৩৬)। আল্লাহর বাণীঃ তারা জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের (৭১ঃ ২৭)।
মানসুর ইবনে নু’মান ........ ইবনে আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত, হাবশী ভাষায় حرم অর্থ জরুরী হওয়া।
আল্লাহর বাণীঃ যারা ঈমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের অন্য কেউ কখনও ঈমান আনবে না (১১ঃ ৩৬)। আল্লাহর বাণীঃ তারা জন্ম দিতে থাকবে কেবল দুষ্কৃতিকারী ও কাফের (৭১ঃ ২৭)।
মানসুর ইবনে নু’মান ........ ইবনে আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত, হাবশী ভাষায় حرم অর্থ জরুরী হওয়া।
৬১৫৯। মাহমুদ ইবনে গায়লান (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রা (রাযিঃ) নবী (ﷺ) থেকে সগীরা (ছোট) গুনাহ সম্পর্কে যা বলেছেন তার চেয়ে যথাযথ উপমা আমি দেখি না। (নবী ﷺ বলেছেনঃ) আল্লাহ আদম সন্তানের উপর যিনার কোন না কোন হিসসা লিখে দিয়েছেন; তা সে অবশ্যই পাবে। সুতরাং চোখের যিনা হল (নিষিদ্ধের প্রতি) নজর করা এবং জিহ্বার যিনা হল (যিনা সম্পর্কে) বলা। মন তার আকাঙ্ক্ষা ও কামনা করে, লজ্জাস্থান তাকে বাস্তবায়িত করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে।
শাবাবা (রাহঃ)ও ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন