আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬০৮
৩৪৬৯. বান্দার মান্নতকে তাকদীরের হাওয়ালা করে দেওয়া।
৬১৫৫। আবু নুআইম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) মান্নত করতে নিষেধ করেছেন। এই মর্মে তিনি বলেন, মান্নত কোন জিনিসকে দূর করতে পারে না, এ দ্বারা শুধুমাত্র কৃপণের মাল খরচ হয়।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন