আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং: ৬১৪৮
আন্তর্জতিক নং: ৬৬০১

পরিচ্ছেদঃ ৩৪৬৭. (মহান আল্লাহর বাণীঃ) আল্লাহ তাআলার বিধান নির্দিষ্ট ও নির্ধারিত।

৬১৪৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন নারী নিজে বিয়ে করার জন্য যেন তার বোনের (অপর নারীর) তালাক না চায়। কেননা, তার জন্য (তাকদীরে) যা নির্ধারিত আছে, তাই সে পাবে।


tahqiq

তাহকীক:

তাহকীক নিষ্প্রয়োজন