আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৬১৩৩
আন্তর্জাতিক নং: ৬৫৮২
- নম্রতা ও যুহদের অধ্যায়
৩৪৬৪. হাউযে কাউসারের বর্ণনা।
আল্লাহর বাণীঃ নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি।
৬১৩৩। মুসলিম ইবনে ইবরাহীম (রাহঃ) ......... আনাস (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ আমার সামনে আমার উম্মতের কতিপয় লোক হাউযের কাছে আসবে। তাদেরকে আমি চিনে নিব। আমার সামনে থেকে তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। তখন আমি বলব, এরা আমার উম্মত। তখন আল্লাহ বলবেন, তুমি জান না, তোমার পরে এরা কী অপকর্ম করেছে।
كتاب الرقاق
باب فِي الْحَوْضِ وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ}.
6582 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " لَيَرِدَنَّ عَلَيَّ نَاسٌ مِنْ أَصْحَابِي الحَوْضَ، حَتَّى عَرَفْتُهُمْ اخْتُلِجُوا دُونِي، فَأَقُولُ: أَصْحَابِي، فَيَقُولُ: لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ "

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসে এ সংবাদ প্রদান করা হয়েছে যে, হাওযে কাওসারের নিকট কিছু লোককে আল্লাহর রাসূল (ﷺ)-এর সাথে সাক্ষাৎ করতে দেয়া হবে না। কিন্তু তারা কে তা নিরূপণ করা কঠিন বা তারা কোন শ্রেণীর লোক তা অবগত হওয়া খুবই দুরূহ। এটা খুঁজে বের করাও আমাদের জন্য জরুরী নয়। আমাদের জন্য খাস সবক হল যে আমরা যদি হাওযে কাওসারের নিকট আল্লাহর রাসূল (ﷺ)-এর সাক্ষাৎ করার প্রত্যাশী হই তাহলে আল্লাহর রাসূল (ﷺ)-এক প্রবর্তিত দীনকে খুব দৃঢ়ভাবে আকড়ে ধরা উচিত এবং তাতে কোনরূপ রদবদল করা অনুচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)