আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং: ৬১১২
আন্তর্জাতিক নং: ৬৫৫৮
৩৪৬২. জান্নাত ও জাহান্নামের বর্ণনা।
৬১১২। আবু নু'মান (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ শাফাআতের মাধ্যমে জাহান্নাম থেকে বের করা হবে, যেন তারা ছা’আরীর। (রাবী জাবির বলেন) আমি বললাম ছা’আরীর কি? তিনি বললেনঃ ছা’আরীর মানে যাগাবীস (শৃগালের বাচ্চাসমূহ), বের হওয়ার সময় তাদের মুখ থাকবে ভাঙ্গা (দাঁত পড়া)।
(রাবী হাম্মাদ বলেন) আমি আবু মুহাম্মাদ আমর ইবনে দীনারকে জিজ্ঞাসা করি যে, আপনি কি জাবির ইবনে আব্দুল্লাহকে বর্ণনা করতে শুনেছেন যে, আমি নবী (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেনঃ শাফাআতের দ্বারা জাহান্নাম থেকে বের করা হবে। তিনি বললেনঃ হ্যাঁ।
باب صِفَةِ الْجَنَّةِ وَالنَّارِ
6558 - حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَخْرُجُ مِنَ النَّارِ بِالشَّفَاعَةِ كَأَنَّهُمُ الثَّعَارِيرُ» ، قُلْتُ: مَا الثَّعَارِيرُ؟ قَالَ: «الضَّغَابِيسُ، وَكَانَ قَدْ سَقَطَ فَمُهُ» فَقُلْتُ لِعَمْرِو بْنِ دِينَارٍ: أَبَا مُحَمَّدٍ سَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَخْرُجُ بِالشَّفَاعَةِ مِنَ النَّارِ» قَالَ: نَعَمْ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৬১১২ | মুসলিম বাংলা