আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৫৫০
৩৪৬২. জান্নাত ও জাহান্নামের বর্ণনা।
৬১০৭। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বদরের যুদ্ধের দিন হারিসা (রাযিঃ) শহীদ হলেন। আর তখন তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তাঁর মা নবী (ﷺ) এর কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে হারিসার স্থান সম্পর্কে আপনি তো অবশ্যই জানেন। সে যদি জান্নাতী হয়; আমি ধৈর্যধারণ করব এবং সাওয়াব মনে করব। আর যদি অন্য কিছু হয় তাহলে আপনি দেখতে পাবেন আমি কি করি! রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার জন্য আফসোস! অথবা তুমি কি জ্ঞানহীন হয়ে গেলে! জান্নাত কি মাত্র একটা? জান্নাত তো অনেক। আর সে (হারিসা) তো রয়েছে জান্নাতুল ফিরদাউসে।
