আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৫৩৬
৩৪৬০. যার চুলচেরা হিসাব হবে, তাকে আযাব দেয়া হবে।
৬০৯৩। আমর ইবনে আলী (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি নবী (ﷺ) কে অনুরূপ বলতে শুনেছি।
ইবনে জুরাইজ, মুহাম্মাদ ইবনে সুলাইম, আইয়ুব ও সালিহ ইবনে রুস্তম, ইবনে আবু মুলাইকা থেকে আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনার অনুসরণ করেছেন।
ইবনে জুরাইজ, মুহাম্মাদ ইবনে সুলাইম, আইয়ুব ও সালিহ ইবনে রুস্তম, ইবনে আবু মুলাইকা থেকে আয়েশা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনার অনুসরণ করেছেন।
