আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৩
৪১০। মুসাফিরদের জামাআত হলে আযান ও ইকামত দেওয়া; আরাফা ও মুযদালিফার হুকুমও অনুরূপ এবং প্রচণ্ড শীতের রাতে ও বৃষ্টির সময় মুয়াজ্জিনের এ মর্মে ঘোষণা করা যে, "আবাস স্থলেই নামায"।
৬০৫। ইসহাক (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ (ﷺ) কে আবতাহ নামক স্থানে দেখলাম, বিলাল (রাযিঃ) তাঁর নিকট আসলেন এবং রাসূলুল্লাহ (ﷺ) কে নামাযের খবর দিলেন। তারপর বিলাল (রাযিঃ) একটি বর্শা নিয়ে বেরুলেন। অবশেষ আবতাহে রাসূলুল্লাহ (ﷺ) এর সামনে তা পূতে দিলেন, এরপর নামায -এর ইকামত দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন