আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪৮১
৩৪৩৭. আল্লাহর ভয়।
৬০৩৭। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) পূর্ববর্তী অথবা তোমাদের পূর্ব যুগের এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, আল্লাহ তাআলা তাকে ধন-সস্পদ ও সন্তানাদি দান করেছিলেন। যখন সে মৃত্যুর সম্মুখীন হল তখন সে তার সন্তানদেরকে জিজ্ঞাসা করল, আমি তোমাদের কেমন পিতা ছিলাম? তারা বলল, উত্তম। সে বললো, যে আল্লাহর কাছে কোন সম্পদ সঞ্চয় রাখেনি, সে আল্লাহর কাছে হাযির হলে তিনি তাকে শাস্তি দেবেন। তোমরা লক্ষ্য রাখবে, আমি মারা গেলে আমাকে জ্বালিয়ে দেবে। আমি যখন কয়লা হয়ে যাব, তখন আমাকে পিষে গুড়ো করে ফেলবে। অতঃপর যখন প্রবল বাতাস বইবে, তখন তোমরা তা তাতে উড়িয়ে দেবে। এভাবে সে তাদের নিকট থেকে অঙ্গীকার নিল।
রাবী বলেনঃ আমার প্রতিপালকের কসম! তারা যথাযথ তাই করল। অতঃপর আল্লাহ তাআলা বললেন, অস্তিত্বে এসে যাও। অমনি সে এক ব্যক্তিরূপে দণ্ডায়মান হল। তখন তিনি বললেন, হে আমার বান্দা! তুমি এমনটি কেন করলে? সে বললো, একমাত্র আপনার ভয়ে। তখন তিনি এর প্রতিদানে তাকে ক্ষমা করে দিলেন।
আমি আবু উসমানকে বর্ণনা করেছি, তিনি বলেছেনঃ আমি সালমানকে বলতে শুনেছি, তিনি এতদ্ব্যতীত অতিরিক্ত করেছেন ......... আমার ভস্মগুলো সমুদ্রে ছিটিয়ে দেবে। অথবা তিনি যেমনটি বর্ণনা করেছেন।
মুআয (রাহঃ) ......... উকবা (রাহঃ) বলেনঃ আমি আবু সাঈদ (রাযিঃ) কে নবী (ﷺ) থেকে বর্ণনা করতে শুনেছি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন