আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৭- নম্রতা ও যুহদের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪২০
৩৪১৭. যে ব্যক্তি ষাট বছর বয়সে পৌঁছে গেল, আল্লাহ তাআলা তার বয়সের ওযর পেশ করার সুযোগ রাখেননি।
৫৯৭৮। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, বৃদ্ধ লোকের অন্তর দুটি ব্যাপারে সর্বদা যুবক থাকে। এর একটি হল দুনিয়ার মহব্বত, আরেকটি হল উচ্চাকাঙ্ক্ষা।
লাইস (রাহঃ) ......... সাঈদ ও আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
লাইস (রাহঃ) ......... সাঈদ ও আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
