আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪০৪
৩৪০৭. ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর (যিক্র করার) ফযীলত।
৫৯৬২। আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... আমর ইবনে মায়মুন (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি (এ কালেমাগুলি) দশবার পড়বে, সে ঐ ব্যক্তির সমান হয়ে যাবে, যে ব্যক্তি ইসমাঈল (আলাইহিস সালাম) এর বংশ থেকে একটা গোলাম আযাদ করে দিয়েছে।
আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীস তার কাছে বর্ণনা করেছেন।
আবু আইয়ুব আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (ﷺ) এ হাদীস তার কাছে বর্ণনা করেছেন।


বর্ণনাকারী: