আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৪০০
৩৪০৪. জুমআর দিনে কবুলিয়্যাতের সময় দুআ করা।
৫৯৫৮। মুসাদ্দাদ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) বর্ণনা করেন, আবুল কাসিম ﷺ বলেন, জুমআর দিনে এমন একটি মুহূর্ত আছে, যদি সে মুহূর্তটিতে কোন মুসলমান দাঁড়িয়ে নামায আদায় করে আল্লাহর নিকট কোন কল্যাণের জন্য দুআ করে, তবে আল্লাহ তাকে তা দান করবেন। তিনি এ হাদীস বর্ণনার সময় আপন হাত দিয়ে ইশারা করেন, (ইশারাতে) আমরা বুঝলাম যে, তিনি মুহূর্তটির সংক্ষিপ্ততার দিকে ইঙ্গিত করেছেন।
