আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৯৪
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
৫৯৫২। হাসান ইবনে রবী (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) একটা সারিয়্যা (ক্ষুদ্র বাহিনী) পাঠালেন। তাদের কুররা বলা হতো। তাদের হত্যা করা হলো। আমি নবী (ﷺ) কে এদের ব্যাপারে যেরূপ রাগান্বিত দেখেছি, অন্য কোনো কারণে তদ্রূপ রাগান্বিত হতে দেখিনি। এজন্য তিনি ফজরের নামাযে মাসব্যাপী কুনূত পড়লেন। তিনি বলতেনঃ উসায়্যা গোত্র আল্লাহ ও তাঁর রাসূলের নাফরমানী করেছে।
