আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯৫০
আন্তর্জাতিক নং: ৬৩৯২
৩৪০১. মুশরিকদের উপর বদদুআ করা।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেনঃ ইয়া আল্লাহ! আপনি আমাকে তাদের মুকাবিলায় সাহায্য করুন। যেমন দুর্ভিক্ষগ্রস্ত সাত বছর দিয়ে ইউসুফ (আলাইহিস সালাম) কে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ! আপনি আবু জাহলকে শাস্তি দিন।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) নামাযে বদদুআ করলেনঃ ইয়া আল্লাহ! অমুককে লা’নত করুন ও অমুককে লা’নত করুন। তখন ওহী নাযিল হলঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই (৩ঃ ১২৮)।
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাযিঃ) বর্ণনা করেন, নবী (ﷺ) বলেছেনঃ ইয়া আল্লাহ! আপনি আমাকে তাদের মুকাবিলায় সাহায্য করুন। যেমন দুর্ভিক্ষগ্রস্ত সাত বছর দিয়ে ইউসুফ (আলাইহিস সালাম) কে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ! আপনি আবু জাহলকে শাস্তি দিন।
ইবনে উমর (রাযিঃ) বলেন, নবী (ﷺ) নামাযে বদদুআ করলেনঃ ইয়া আল্লাহ! অমুককে লা’নত করুন ও অমুককে লা’নত করুন। তখন ওহী নাযিল হলঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদের শাস্তি দিবেন, এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই (৩ঃ ১২৮)।
৫৯৫০। ইবনে সালাম (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আবু আওফা (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) (খন্দকের যুদ্ধে) শত্রুবাহিনীর উপর বদদুআ করেছেনঃ ইয়া আল্লাহ! হে কিতাব অবতীর্ণকারী! হে তড়িৎ হিসাব গ্রহণকারী! আপনি শত্রু বাহিনীকে পরাজিত করুন। তাদের পরাস্ত করুন এবং তাদের প্রকম্পিত করুন।
بَابُ الدُّعَاءِ عَلَى المُشْرِكِينَ وَقَالَ ابْنُ مَسْعُودٍ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» وَقَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِأَبِي جَهْلٍ» وَقَالَ ابْنُ عُمَرَ: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلاَةِ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا» حَتَّى أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ} [آل عمران: 128]
6392 - حَدَّثَنَا ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنِ ابْنِ [ص:84] أَبِي خَالِدٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ أَبِي أَوْفَى رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الأَحْزَابِ، فَقَالَ: «اللَّهُمَّ مُنْزِلَ الكِتَابِ، سَرِيعَ الحِسَابِ، اهْزِمِ الأَحْزَابَ، اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ»
