আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৯০
৩৩৯৯. দুনিয়ার ফিতনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া।
৫৯৪৮। ফারওয়া ইবনে আবুল মাগরা (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যেভাবে লেখা শিখানো হতো, ঠিক এভাবেই আমাদের নবী (ﷺ) এ দুআ শিখাতেনঃ ইয়া আল্লাহ! আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। আর আমি ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই। আর আপনার আশ্রয় চাই আমাদের বার্ধক্যের অসহায়ত্বের দিকে ফিরিয়ে দেওয়া থেকে। আর আমি আপনার আশ্রয় চাই দুনিয়ার ফিতনা এবং কবরের আযাব থেকে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন