আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯৪১
আন্তর্জাতিক নং: ৬৩৮৩
৩৩৯২. উযু করার সময় দুআ করা।
৫৯৪১। মুহাম্মাদ ইবনে আলা' (রাহঃ) ......... আবু মুসা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) একবার পানি আনিয়ে উযু করলেন। তারপর উভয় হাত তুলে দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি উবাইদ আবু আমরকে ক্ষমা করে দিন। আমি তখন তার বগলের শুভ্রতা দেখতে পেলাম। আরও দুআ করলেনঃ ইয়া আল্লাহ! আপনি তাকে কিয়ামতের দিন অনেক লোকের উপর মর্যাদাবান করুন।
باب الدُّعَاءِ عِنْدَ الْوُضُوءِ
6383 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ العَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى [ص:82]، قَالَ: دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَاءٍ فَتَوَضَّأَ بِهِ، ثُمَّ رَفَعَ يَدَيْهِ فَقَالَ: «اللَّهُمَّ اغْفِرْ لِعُبَيْدٍ أَبِي عَامِرٍ» وَرَأَيْتُ بَيَاضَ إِبْطَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ اجْعَلْهُ يَوْمَ القِيَامَةِ فَوْقَ كَثِيرٍ مِنْ خَلْقِكَ مِنَ النَّاسِ»
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীস দ্বারা প্রমাণিত হয় যে, রসূল স. দুআর সময় হাত উঠাতেন। সুতরাং দুআয় হাত উঠানো সুন্নাত। বুখারী শরীফের অপর এক বর্ণনায় উল্লেখ আছে যে, হযরত খালেদ বিন ওয়ালীদ রা. বনী যাজীমা গোত্রের লোকদের ইসলাম গ্রহণের ভাষা বুঝতে না পেরে তাদেরকে মুশরিক মনে করে হত্যা করেছিলেন। এ সংবাদ রসূল স.-এর নিকট পৌঁছলে তিনি হাত তুলে দুআ করলেন: হে আল্লাহ! আমি খালিদের কর্মকা- থেকে নিজের দায়মুক্তি প্রকাশ করছি। কথাটি রসূলুল্লাহ স. দু’বার বললেন। (বুখারী: ৪০০৩) শাব্দিক কিছু তারতম্যসহ এ হাদীসটি নাসাঈ শরীফেও বর্ণিত হয়েছে। (জামেউল উসূল-৬১৭৭)


বর্ণনাকারী: