আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৭০
৩৩৮৪. কৃপণতা হতে আল্লাহর আশ্রয় চাওয়া।
৫৯৩০। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি পাঁচটি কাজ থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিতেন এবং তিনি তা নবী (ﷺ) থেকেই বর্ণনা করতেন। তিনি দুআ করতেনঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, এবং আমি আশ্রয় চাই কাপুরুষতা থেকে, এবং আমি আশ্রয় চাই অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে, এবং আরো আশ্রয় চাই দুনিয়ার ফিতনা (দাজ্জালের ফিতনা) থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে।
