আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৬৮
৩৩৮২. গুনাহ ও ঋণ হতে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া।
৫৯২৮। মুআল্লা ইবনে আসাদ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলতেনঃ ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, অতিরিক্ত বার্ধক্য, গুনাহ, ঋণের বোঝা, কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে। এবং জাহান্নামের ফিতনা ও এর আযাব থেকে, আর ধনবান হওয়ার পরীক্ষার মন্দপরিণাম থেকে। আমি আরও আশ্রয় চাই দারিদ্রের ফিতনা থেকে, এবং আরও আশ্রয় চাই মসীহ দাজ্জালের ফিতনা থেকে।
ইয়া আল্লাহ! আমার গুনাহের দাগগুলো থেকে আমার অন্তরকে বরফ ও শীতল পানি দ্বারা ধুয়ে পরিস্কার করে দিন এবং আমার অন্তরকে সমস্ত গুনাহের ময়লা থেকে এমনভাবে পরিস্কার করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা থেকে সাফ করার ব্যবস্থা করে থাকেন। আর আমার ও আমার গুনাহসমূহের মধ্যে এতটা দূরত্ব করে দিন, যত দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তদ্বয়ের মধ্যে সৃষ্টি করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৯২৮ | মুসলিম বাংলা