আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৬৬
৩৩৮০. কবরের আযাব হতে আল্লাহর আশ্রয় চাওয়া।
৫৯২৬। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমার নিকট মদীনার দু’জন ইয়াহুদী বৃদ্ধা মহিলা এলেন। তারা আমাকে বললেন যে, কবরবাসীদের তাদের কবরে আযাব দেওয়া হয়ে থাকে। তখন আমি তাদের একথা মিথ্যা বলে অভিহিত করলাম। আমার বিবেক তাদের কথাটিকে সত্য বলে মানতে চাইল না। তারা দু’জন বেরিয়ে গেল। আর নবী (ﷺ) আমার নিকট এলেন। আমি তাকে বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমার নিকট দু’জন বৃদ্ধা এসেছিল। তারপর আমি তাঁকে তাদের কথা বর্ণনা করলাম। তখন তিনি বললেনঃ তারা দু’জন সত্যই বলেছে। নিশ্চয়ই কবরবাসীদের এমন আযাব দেওয়া হয়ে থাকে, যা সকল চতুষ্পদ জীবজন্তু শুনে থাকে। এরপর থেকে আমি তাঁকে সর্বদা নামাযে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে দেখেছি।
