আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯১৬
আন্তর্জাতিক নং: ৬৩৫৬
৩৩৭৪. শিশুদের জন্য বরকতের দুআ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া।
৫৯১৬। আবুল ইয়ামান (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে সা’লাবা ইবনে সুয়ায়র (রাযিঃ), যার মাথায় (শৈশবে) রাসূলুল্লাহ (ﷺ) হাত বুলিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে, তিনি সা’দ ইবনে আবু ওয়াক্কাসকে বিতরের নামায এক রাকআত আদায় করতে দেখেছেন।
باب الدُّعَاءِ لِلصِّبْيَانِ بِالْبَرَكَةِ وَمَسْحِ رُءُوسِهِمْ
6356 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ [ص:77]، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ " وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ مَسَحَ عَنْهُ: أَنَّهُ رَأَى سَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ يُوتِرُ بِرَكْعَةٍ "
