রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৬. সালাম-মুসাফাহার আদব
হাদীস নং: ৮৮৭
সালাম-মুসাফাহার আদব
পরিচ্ছেদ:১৩ সাক্ষাৎকালে মুসাফাহা করা, হাসিমুখে সাক্ষাৎ করা, বুযুর্গ ব্যক্তির হাতে চুমু দেওয়া, স্নেহ-মমতায় নিজ সন্তানকে চুমু দেওয়া, সফর থেকে আগমনকারীর সঙ্গে মু'আনাকা করা, কিন্তু মাথা না নোওয়ানো
অভিবাদনকালে মাথা না নোওয়ানো
হাদীছ নং: ৮৮৭
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে কোনও ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে, তখন কি সে তার সামনে ঝুঁকবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তাকে জড়িয়ে ধরবে এবং চুমু দেবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তার হাত ধরবে এবং তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হাঁ। -তিরমিযী
(জামে' তিরমিযী: ২৭২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৭)
হাদীছ নং: ৮৮৭
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! আমাদের মধ্যে কোনও ব্যক্তি যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে, তখন কি সে তার সামনে ঝুঁকবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তাকে জড়িয়ে ধরবে এবং চুমু দেবে? তিনি বললেন, না। সে জিজ্ঞেস করল, তবে কি সে তার হাত ধরবে এবং তার সঙ্গে মুসাফাহা করবে? তিনি বললেন, হাঁ। -তিরমিযী
(জামে' তিরমিযী: ২৭২৮; বাগাবী, শারহুস সুন্নাহ: ৩৩২৭)
كتاب السلام
باب استحباب المصافحة عِنْدَ اللقاء وبشاشة الوجه وتقبيل يد الرجل الصالح وتقبيل ولده شفقة ومعانقة القادم من سفر وكراهية الانحناء
887 - وعن أنس - رضي الله عنه - قَالَ: قَالَ رَجُلٌ: يَا رسولَ اللهِ، الرَّجُلُ مِنَّا يَلْقَى أخَاهُ، أَوْ صَدِيقَهُ، أينحَنِي لَهُ؟ قَالَ: «لاَ». قَالَ: أفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ؟ قَالَ: «لاَ» قَالَ: فَيَأخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ؟ قَالَ: «نَعَمْ». رواه الترمذي، (1) وقال: «حديث حسن».
হাদীসের ব্যাখ্যা:
কোনও মুসলিম ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎকালে অভিবাদনস্বরূপ মাথা নোওয়ানো যাবে কি? কোনও কোনও জাতির মধ্যে এর রেওয়াজ আছে। তারা মাথা নুইয়ে একে অন্যকে অভিবাদন করে, যেমন হিন্দুরা নমস্কার করে থাকে। আগের দিনে মানুষ রাজা-বাদশাদের সামনে মাথা নুইয়ে শ্রদ্ধা জানাত। এক সাহাবী এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, এটা করা যাবে কি না। তিনি 'না' করে দিলেন। অর্থাৎ এটা করা যাবে না। কেননা এতে রুকূ'র ভঙ্গি হয়ে যায়। রুকু' করা একটি ইবাদত। এটা কেবল আল্লাহ তা'আলার জন্যই করা যায়। ইবাদতস্বরূপ যা আল্লাহ তা'আলার জন্য নির্ধারিত, কোনও মাখলুকের বেলায় তার প্রয়োগ জায়েয নেই। অনুরূপ সিজদা করাও সম্পূর্ণ হারাম।
কোনও ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎকালে তাকে জড়িয়ে ধরা যাবে কি? এমনিভাবে তাকে হাদীছটিতে একই সাহাবীর দ্বিতীয় জিজ্ঞাসা ছিল জড়িয়ে ধরা ও চুম্বন করা সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করে দিলেন।
সাহাবী তৃতীয় পর্যায়ে প্রশ্ন করেন মুসাফাহা সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম এটা অনুমোদন করলেন। অর্থাৎ সাক্ষাৎকালে মুসাফাহা করা যাবে। এতে কোনও দোষ নেই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পরস্পর সাক্ষাৎকালে অভিবাদনস্বরূপ মাথা নোওয়ানো যাবে না।
খ. মুসাফাহা করা যাবে। এটা সুন্নত।
গ. কোনও কাজ করা যাবে কি যাবে না, এ বিষয়ে মনে খটকা থাকলে বিজ্ঞ ও মুত্তাকী আলেমের কাছে জিজ্ঞেস করে তা ভালোভাবে জেনে নেওয়া উচিত।
কোনও ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎকালে তাকে জড়িয়ে ধরা যাবে কি? এমনিভাবে তাকে হাদীছটিতে একই সাহাবীর দ্বিতীয় জিজ্ঞাসা ছিল জড়িয়ে ধরা ও চুম্বন করা সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও নিষেধ করে দিলেন।
সাহাবী তৃতীয় পর্যায়ে প্রশ্ন করেন মুসাফাহা সম্পর্কে। নবী কারীম সাল্লাল্লাহ আলায়হি ওয়াসাল্লাম এটা অনুমোদন করলেন। অর্থাৎ সাক্ষাৎকালে মুসাফাহা করা যাবে। এতে কোনও দোষ নেই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পরস্পর সাক্ষাৎকালে অভিবাদনস্বরূপ মাথা নোওয়ানো যাবে না।
খ. মুসাফাহা করা যাবে। এটা সুন্নত।
গ. কোনও কাজ করা যাবে কি যাবে না, এ বিষয়ে মনে খটকা থাকলে বিজ্ঞ ও মুত্তাকী আলেমের কাছে জিজ্ঞেস করে তা ভালোভাবে জেনে নেওয়া উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)