আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

২- ইলমের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১
৪৬. মুহাদ্দিসের উক্তিঃ হাদ্দাসানা, আখবারানা ও আম্বাআনা।
হুমাইদী (রাহঃ) বর্ণনা করেন যে, ইবনে উয়াইনাহ (রাহঃ)-এর মতে حَدَّثَنَا وَأَخْبَرَنَا وَأَنْبَأَنَا وَسَمِعْتُ একই অর্থবোধক।
ইবনে মাসউদ (রাযিঃ) বলেন, حَدَّثَنَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ আল্লাহর রাসূল (ﷺ) আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন; আর তিনি সত্যবাদী এবং সত্যবাদীরূপে স্বীকৃত।’
শাকীক (রাহঃ) আব্দুল্লাহ্ (রাযিঃ) থেকে বর্ণনা করেন, سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم كَلِمَةً আমি নবী (ﷺ) থেকে এরূপ উক্তি শুনেছি’...।
হুযাইফা (রাযিঃ) বলেন, حَدَّثَنَا رَسُولُ اللهِ حَدِيثَيْنِ আল্লাহর রাসূল (ﷺ) আমাদের নিকট দুটি হাদীস বর্ণনা করেছেন।’
আবুল আলিয়া (রাহঃ) ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন, عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِي عَنْ رَبِّهِ ‘নবী (ﷺ) থেকে, তিনি তাঁর রব থেকে বর্ণনা করেন’...।
আনাস (রাযিঃ) বলেন, عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ নবী (ﷺ) থেকে, তিনি বর্ণনা করেন তাঁর রব থেকে’....।
আবু হুরাইরা (রাযিঃ) বলেন, عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ عَزَّ وَجَلَّ ‘নবী (ﷺ) থেকে, তিনি তোমাদের মহিমাময় ও সুমহান রব থেকে বর্ণনা করেন’...।
৫৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) একবার বললেনঃ গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না। আর তা মুসলিমের উপমা। তোমরা আমাকে বল, ‘সেটি কি গাছ?’ রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-পালার নাম চিন্তা করতে লাগল। আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) বলেন, আমার মনে হল, সেটা হবে খেজুর গাছ।’ কিন্তু আমি তা বলতে লজ্জাবোধ করছিলাম। তারপর সাহাবায়ে কিরাম (রাযিঃ) বললেন, ‘ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের বলে দিন সেটি কি গাছ? তিনি বললেনঃ তা হল খেজুর গাছ।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন