রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

৩. আহার-পানীয় গ্রহণের আদব

হাদীস নং: ৭৬৮
আহার-পানীয় গ্রহণের আদব
পরিচ্ছেদ: ১৫ দাঁড়িয়ে পান করার বৈধতা ও বসে পান করার উৎকৃষ্টতা
হাদীছ নং: ৭৬৮
হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যমানায় হাঁটতে হাঁটতে আহার করতাম এবং দাঁড়ানো অবস্থায় পানি পান করতাম। -তিরমিযী
(জামে' তিরমিযী: ১৮৮১; মুসান্নাফে ইবন আবী শায়বা: ২৪১১৫; মুসনাদে আহমাদ: ৪৭৬৪; সুনানে দারিমী: ২১৭১; তহাবী, শারহু মা'আনিল আছার ৬৮৫০; সহীহ ইবনে হিব্বান: ৫২৪৩; বায়হাকী, শু'আবুল ঈমান: ৫৫৮৬)
كتاب أدب الطعام
باب بيان جواز الشرب قائمًا وبيان أنَّ الأكمل والأفضل الشرب قاعدًا
768 - وعن ابن عمر رضي الله عنهما، قَالَ: كُنَّا عَلَى عهدِ رسول الله - صلى الله عليه وسلم - نَأكُلُ وَنَحْنُ نَمْشِي، وَنَشْرَبُ ونَحْنُ قِيامٌ. رواه الترمذي (1)، وقال: «حديث حسن صحيح».

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. বর্ণিত হাদীছে যে হাঁটা অবস্থায় খাওয়ার উল্লেখ আছে, তা দ্বারা মূলত জায়েয বোঝানো উদ্দেশ্য। যদিও তা মাকরূহ, যেমনটা অন্যান্য হাদীছ দ্বারা বোঝা যায়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

হাঁটা অবস্থায় খাওয়া, পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে খাওয়া, পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
রিয়াযুস সালিহীন - হাদীস নং ৭৬৮ | মুসলিম বাংলা