রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
৩. আহার-পানীয় গ্রহণের আদব
হাদীস নং: ৭৪২
পরিচ্ছেদ: ৭ যে ব্যক্তি খায় কিন্তু তৃপ্ত হয় না, সে কী বলবে ও কী করবে
হাদীছ নং: ৭৪২
হযরত ওয়াহশী ইবন হারব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা খাই, অথচ তৃপ্ত হই না! তিনি বললেন, তোমরা সম্ভবত ভিন্ন ভিন্ন খাও! তারা বললেন, হাঁ। তিনি বললেন, তোমরা তোমাদের খাবার সম্মিলিতভাবে খাবে এবং আল্লাহর নাম নেবে। তাতে তোমাদের খাবারে বরকত হবে। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ: ৩৭৬৪; সুনানে ইবন মাজাহ ৩২৮৬; মুসনাদে আহমাদ: ১৬০৭৮: সহীহ ইবনে হিব্বান: ৫২২৪; তাবারানী, আল মু'জামুল কাবীর ৩৬৮; হাকিম, আল মুস্তাদরাক: ২৫০০; বায়হাকী, আস সুনানুল কুবরা: ১০৩৫৯)
হযরত ওয়াহশী ইবন হারব রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা খাই, অথচ তৃপ্ত হই না! তিনি বললেন, তোমরা সম্ভবত ভিন্ন ভিন্ন খাও! তারা বললেন, হাঁ। তিনি বললেন, তোমরা তোমাদের খাবার সম্মিলিতভাবে খাবে এবং আল্লাহর নাম নেবে। তাতে তোমাদের খাবারে বরকত হবে। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ: ৩৭৬৪; সুনানে ইবন মাজাহ ৩২৮৬; মুসনাদে আহমাদ: ১৬০৭৮: সহীহ ইবনে হিব্বান: ৫২২৪; তাবারানী, আল মু'জামুল কাবীর ৩৬৮; হাকিম, আল মুস্তাদরাক: ২৫০০; বায়হাকী, আস সুনানুল কুবরা: ১০৩৫৯)
باب مَا يقوله ويفعله من يأكل وَلاَ يشبع
742 - عن وَحْشِيِّ بن حرب - رضي الله عنه: أنَّ أصحابَ رسولِ الله - صلى الله عليه وسلم - قالوا: يَا رسولَ اللهِ، إنَّا نَأكُلُ وَلاَ نَشْبَعُ؟ قَالَ: «فَلَعَلَّكُمْ تَفْتَرِقُونَ» قالوا: نَعَمْ. قَالَ: «فَاجْتَمِعُوا عَلَى طَعَامِكُمْ، وَاذْكُرُوا اسْمَ اللهِ، يُبَارَكْ لَكُمْ فِيهِ». رواه أَبُو داود. (1)
হাদীসের ব্যাখ্যা:
সাহাবায়ে কেরাম অভিযোগ করলেন যে, আমরা খাই কিন্তু তৃপ্ত হই না, পেট ভরে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ অনুমান করতে পারলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, সম্ভবত তোমরা আলাদা আলাদাভাবে খাও। সকলে এক পাত্রে খাও না। তারা তা স্বীকার করলেন। তখন তিনি তাদেরকে দু'টি হুকুম দিলেন। একটা হল সম্মিলিতভাবে খাওয়া। আর দ্বিতীয় হল আল্লাহর নাম নিয়ে খাওয়া। এ দু'টিই বরকতের কারণ। সকলে মিলে এক পাত্রে খেলে তাতে খাবারে বরকত হয়। তাই বলা হয়, যত হাত ততো বরকত। এমনিভাবে বিসমিল্লাহ বলাও বরকতের কারণ। আল্লাহ তা'আলার নাম নিয়ে খাবার খেলে আল্লাহ তা'আলা খাবারে বরকত দিয়ে দেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।
খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. খাওয়ার সময় একাধিক ব্যক্তি থাকলে প্রত্যেকে আলাদা পাত্র নেবে না; বরং একপাত্রে একাধিক ব্যক্তি খাবে।
খ. খাওয়ার শুরুতে অবশ্যই বিসমিল্লাহ বলা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
