আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩১৯
৩৩৫৫. ঘুমাবার সময় আল্লাহর পানাহ চাওয়া এবং কুরআন পাঠ করা।
৫৮৮০। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন (ঘুমাবার জন্য) বিছানায় যেতেন, তখন মুআওয়্যিযাত (সূরা ফালাক ও নাস) পড়ে তাঁর দুহাতে ফুঁ দিয়ে তা শরীরে মাসাহ করতেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন