রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৬০৪
অধ্যায় : ৭১ মুমিনদের প্রতি বিনয় ও নম্রতাপূর্ণ আচরণ।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের একটা দৃষ্টান্ত
হাদীছ নং: ৬০৪

হযরত আনাস রাযি. বলেন, এমনও হতো যে, মদীনার দাসীদের মধ্যে কোনও দাসী (এসে) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তাঁকে যেখানে চাইত নিয়ে যেত। -বুখারী
(সহীহ বুখারী: ৬০৭২; মুসনাদে আহমাদ: ১১৯৪১; সুনানে ইবন মাজাহ: ৪১৭৮)
71 - باب التواضع وخفض الجناح للمؤمنين
604 - وعنه، قَالَ: إن كَانَتِ الأَمَةُ مِنْ إمَاءِ المَدينَةِ لَتَأْخُذُ بِيَدِ النَّبيِّ - صلى الله عليه وسلم - فَتَنْطَلِقُ بِهِ حَيْثُ شَاءتْ. رواه البخاري. (1)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছটি দ্বারা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতর বিনয় ও কোমলতার পরিচয় পাওয়া যায়। বলা হয়েছে যে, মদীনার কোনও দাসীর যদি কোনও প্রয়োজন দেখা দিত আর সে প্রয়োজনটি বিশেষ কোনও স্থানে হতো, তা কাছে হোক বা দূরে, এবং সে প্রয়োজন সমাধায় সহযোগিতার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিয়ে যেতে চাইত, তবে তিনি অবশ্যই দাসীটির প্রয়োজন সমাধার উদ্দেশ্যে তার সঙ্গে সেখানে যেতেন। দাসী বলে তিনি তাকে অবজ্ঞা করতেন না এবং তার সঙ্গে যেতে হবে বলে বিরক্তও হতেন না। বরং যেখানেই হোক না কেন, নিজে গিয়ে তার প্রয়োজন সমাধা করে আসতেন। এটা যেমন তাঁর উচ্চতর বিনয়, তেমনি তাঁর সহমর্মিতা ও সেবাপ্রবণতার পরিচায়কও বটে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. বিনয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মৌলিক চারিত্রিক শিক্ষা। এটা আমাদের অবশ্যই আয়ত্ত করতে হবে।

খ. সৃষ্টির সেবা করা একটি মহৎ কাজ, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সঙ্গেই করেছেন।

গ. সেবার কাজে কাউকে হেলা করতে নেই, তা সে দাসীই হোক না কেন।

ঘ. নেতৃস্থানীয় ব্যক্তির নিজেকে বড়ত্বের প্রাচীরে এভাবে বেষ্টিত করতে নেই, যাতে সাধারণের পক্ষে তার কাছে পৌঁছা অসম্ভব হয়ে দাঁড়ায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)