আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৯৮
৩৩৪১. বয়োঃপ্রাপ্তির পর খাতনা করা এবং বগলের পশম উপড়ানো।
৫৮৬১। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইবরাহীম (আলাইহিস সালাম) আশি বছর বয়সের পর কাদুম নামক স্থানে নিজেই নিজের খাতনা করেন। কুতায়বা (রাহঃ) ........ আবুয যিনাদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ ‘কাদ্দুম’ একটি স্থানের নাম।
