আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৯- আযান-ইকামতের অধ্যায়

হাদীস নং: ৫৮৬
আন্তর্জাতিক নং: ৬১৩
৩৯৯। মুয়াজ্জিনের আযান শুনলে যা বলতে হয়।
৫৮৬। ইসহাক ইবনে রাহওয়াই (রাহঃ) ......... ইয়াহয়া (রাহঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে।
ইয়াহয়া (রাহঃ) বলেছেনঃ আমার কোন ভাই আমার নিকট বর্ণনা করেছেন যে, মুয়াযযিন যখন حَىَّ عَلَى الصَّلاَةِ বলল, তখন তিনি [মুআবিয়া (রাযিঃ)] لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ বললেন। তারপর তিনি বললেন, তোমাদের নবী (ﷺ) কে আমরা এরূপ বলতে শুনেছি।
باب مَا يَقُولُ إِذَا سَمِعَ الْمُنَادِي
613 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ رَاهَوَيْهِ، قَالَ: حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى - نَحْوَهُ - قَالَ يَحْيَى: وَحَدَّثَنِي بَعْضُ إِخْوَانِنَا، أَنَّهُ قَالَ: لَمَّا قَالَ: حَيَّ عَلَى الصَّلاَةِ، قَالَ: «لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلَّا بِاللَّهِ» ، وَقَالَ: هَكَذَا سَمِعْنَا نَبِيَّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
সহীহ বুখারী - হাদীস নং ৫৮৬ | মুসলিম বাংলা