রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
ভূমিকা অধ্যায়
হাদীস নং: ৩৯৯
আল্লাহর ভয়
জাহান্নামের শাস্তির মাত্রাভেদ
হাদীছ নং : ৩৯৯
হযরত সামুরা ইবন জুনদুব রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন জাহান্নামীদের কারও গোড়ালী পর্যন্ত গ্রাস করবে, কারও হাঁটু পর্যন্ত গ্রাস করবে, কারও কোমর পর্যন্ত গ্রাস করবে এবং কারও গলা পর্যন্ত গ্রাস করবে -মুসলিম।
(সহীহ মুসলিম, হাদীছ নং ২৮৪৫; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২০১৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৭৯; তাবারানী, আল মু'জামুল কাবীর, হাদীছ নং ৬৮৮৯; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৩১২)
হাদীছ নং : ৩৯৯
হযরত সামুরা ইবন জুনদুব রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামের আগুন জাহান্নামীদের কারও গোড়ালী পর্যন্ত গ্রাস করবে, কারও হাঁটু পর্যন্ত গ্রাস করবে, কারও কোমর পর্যন্ত গ্রাস করবে এবং কারও গলা পর্যন্ত গ্রাস করবে -মুসলিম।
(সহীহ মুসলিম, হাদীছ নং ২৮৪৫; মুসনাদে আহমাদ, হাদীছ নং ২০১৩; মুসান্নাফে ইবনে আবী শায়বা, হাদীছ নং ৩৪১৭৯; তাবারানী, আল মু'জামুল কাবীর, হাদীছ নং ৬৮৮৯; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৩১২)
50 - باب الخوف
399 - وعن سمرة بن جندب - رضي الله عنه: أنَّ نبيَّ الله - صلى الله عليه وسلم - قَالَ: «مِنْهُمْ مَنْ تَأخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيهِ، وَمنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى رُكْبَتَيهِ، وَمنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى حُجزَتِهِ، وَمِنْهُمْ مَنْ تَأخُذُهُ إِلَى تَرْقُوَتِهِ». رواه مسلم. (1)
«الحُجْزَةُ»: مَعْقِدُ الإزار تَحْتَ السُّرَّةِ، وَ «التَّرْقُوَةُ» بفتح التاءِ وضم القاف: هي العَظمُ الَّذِي عِنْدَ ثَغْرَةِ النَّحْرِ، وَللإنْسَانِ تَرْقُوتَانِ في جَانبَي النَّحْرِ.
«الحُجْزَةُ»: مَعْقِدُ الإزار تَحْتَ السُّرَّةِ، وَ «التَّرْقُوَةُ» بفتح التاءِ وضم القاف: هي العَظمُ الَّذِي عِنْدَ ثَغْرَةِ النَّحْرِ، وَللإنْسَانِ تَرْقُوتَانِ في جَانبَي النَّحْرِ.
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে পাপের পরিমাণ অনুপাতে জাহান্নামীদের শাস্তির তারতম্য বর্ণনা করা হয়েছে। এ শাস্তি হবে কাফেরদের। বোঝা যাচ্ছে, তাদের প্রধান শাস্তি হবে আগুনে পোড়ানো। আগের হাদীছে জানানো হয়েছিল, যার শাস্তি সর্বাপেক্ষা কম হবে তার পায়ের তলদেশে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হবে। তাতেই তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। তাহলে যার টাখনু পর্যন্ত পুরো পা আগুনে জ্বলবে, তার শাস্তি কতটা তীব্র হবে? এমনিভাবে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে যার কণ্ঠনালী পর্যন্ত আগুনে ডুবে যাবে, তার কী অবস্থা হবে? তবে আগুনে পোড়ার শাস্তি যে মাত্রারই হোক না কেন তা দুর্বিষহ। আমাদের জন্য কোনওটিকেই হালকা করে দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সে শাস্তি থেকে হেফাজত করুন। আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যুদান করুন। আমীন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
জাহান্নামে কাফেরদের কুফরের মাত্রাভেদ অনুযায়ী শান্তিরও মাত্রাভেদ হবে। সে শাস্তি যে মাত্রারই হোক না কেন, তা থেকে রক্ষা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমান ও আমলের মেহনত চালিয়ে যেতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
জাহান্নামে কাফেরদের কুফরের মাত্রাভেদ অনুযায়ী শান্তিরও মাত্রাভেদ হবে। সে শাস্তি যে মাত্রারই হোক না কেন, তা থেকে রক্ষা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমান ও আমলের মেহনত চালিয়ে যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
