রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

ভূমিকা অধ্যায়

হাদীস নং: ৩৭০
নেককার লোকদের সঙ্গে সাক্ষাত করা, তাদের মজলিসে বসা, তাদের সাহচর্য গ্রহণ করা, তাদেরকে ভালোবাসা, তাদের সাক্ষাত প্রার্থনা করা, তাদের কাছে দু'আ চাওয়া এবং মর্যাদাপূর্ণ স্থানসমূহের যিয়ারত করা।
কিয়ামতের জন্য প্রস্তুতি
হাদীছ নং : ৩৭০

হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আপনি ওই ব্যক্তি সম্পর্কে কী বলেন, যে-কোনও দলকে ভালোবাসে, কিন্তু এখনও পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হতে পারেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে -বুখারী ও মুসলিম।
সহীহ বুখারী, হাদীছ নং ৬১৬৯; সহীহ মুসলিম, হাদীছ নং ২৬৪০; সুনানে আবূ দাউদ, হাদীছ নং ৫১২৭; মুসনাদুল হুমাইদী, হাদীছ নং ৯০৫; মুসান্নাফে আব্দুর রাযযাক, হাদীছ নং ৭৯৫; তবারানী, আল-মু'জামুল কাবীর, হাদীছ নং ৭৩৫৩; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ৪৯৬; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪৭৯
45 - باب زيارة أهل الخير ومجالستهم وصحبتهم ومحبتهم وطلب زيارتهم والدعاء منهم وزيارة المواضع الفاضلة
370 - وعن ابن مسعود - رضي الله عنه - قَالَ: جاء رجلٌ إلى رَسُولِ الله - صلى الله عليه وسلم - فَقَالَ: يَا رَسُول الله، كَيْفَ تَقُولُ في رَجُلٍ أَحَبَّ قَوْمًا وَلَمْ يَلْحَقْ بِهِمْ؟ فَقَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «المَرْءُ مَعَ مَنْ أحَبَّ». مُتَّفَقٌ عَلَيهِ. (1)

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসটি ৩৬৮ নং হাদীসের সমার্থক। এর ব্যাখ্যা সেখানে দ্রষ্টব্য।
.
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
রিয়াযুস সালিহীন - হাদীস নং ৩৭০ | মুসলিম বাংলা