আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৭৯
৩৩২৯. জুমআর নামায শেষে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহণ) করা।
৫৮৪৪। মুহাম্মাদ ইবনে কাসীর (রাহঃ) ......... সাহল ইবনে সা’দ (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুমআর নামাযের পরেই কায়লুলা করতাম এবং দুপুরের খাবার খেতাম।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন