রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
ভূমিকা অধ্যায়
হাদীস নং: ২৮৪
স্ত্রীর উপর স্বামীর অধিকার
স্বামীর ডাকে সাড়াদানের গুরুত্ব
হাদীছ নং : ২৮৪
হযরত আবূ আলী তালক ইবন আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনও ব্যক্তি যখন তার স্ত্রীকে নিজ প্রয়োজনে ডাকে, তখন সে যেন তার কাছে চলে আসে, যদিও সে চুলার উপর থাকে –তিরমিযী ও নাসাঈ।
ইমাম তিরমিযী বলেন, এটি একটি হাসান সহীহ স্তরের হাদীছ।জামে তিরমিযী, হাদীছ নং ১১৬০; নাসাঈ, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৮৯২২; সহীহ ইবন হিব্বান, হাদীছ নং ৪১৬৫; মুসান্নাফে ইবন আবী শাইবা, হাদীছ নং ১৭১৩৫; বায়হাকী, আসসুনানুল কুবরা, হাদীছ নং ১৪৭১; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৮২৪০
হাদীছ নং : ২৮৪
হযরত আবূ আলী তালক ইবন আলী রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, কোনও ব্যক্তি যখন তার স্ত্রীকে নিজ প্রয়োজনে ডাকে, তখন সে যেন তার কাছে চলে আসে, যদিও সে চুলার উপর থাকে –তিরমিযী ও নাসাঈ।
ইমাম তিরমিযী বলেন, এটি একটি হাসান সহীহ স্তরের হাদীছ।জামে তিরমিযী, হাদীছ নং ১১৬০; নাসাঈ, আস্সুনানুল কুবরা, হাদীছ নং ৮৯২২; সহীহ ইবন হিব্বান, হাদীছ নং ৪১৬৫; মুসান্নাফে ইবন আবী শাইবা, হাদীছ নং ১৭১৩৫; বায়হাকী, আসসুনানুল কুবরা, হাদীছ নং ১৪৭১; তাবারানী, আল-মুজামুল কাবীর, হাদীছ নং ৮২৪০
باب حق الزوج على المرأة
284 - وعن أَبي علي طَلْق بن علي - رضي الله عنه: أنَّ رَسُول الله - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا دَعَا الرَّجُلُ زَوْجَتهُ لحَاجَتِهِ فَلْتَأتِهِ وَإنْ كَانَتْ عَلَى التَّنُور (1)». رواه الترمذي والنسائي، (2) وَقالَ الترمذي: «حديث حسن صحيح».
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে স্বামীর আদেশ পালন যে কত গুরুত্বপূর্ণ, তা বোঝানোর জন্য বলা হয়েছে যে, স্ত্রী যদি চুলায় রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে আর এ অবস্থায় স্বামী নিজ প্রয়োজনে তাকে ডাকে, তখন রান্নাবান্নার কাজ বন্ধ করে তার ডাকে সাড়া দিতে হবে। নিজ প্রয়োজন বলতে এমন কোনও প্রয়োজন বোঝানো হয়েছে, স্ত্রীর কাছে যা পাওয়ার অধিকার স্বামীর আছে। তার মানে অধিকারবহির্ভূত কোনও ব্যাপারে ডাকলে সে ক্ষেত্রে সাড়া দেওয়া জরুরি হবে না। এমনিভাবে শরীআত-বিরোধী কোনও কাজ করতে বললেও তা মানবে না।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
স্বামী শরীআতসম্মত কোনও প্রয়োজনে ডাকলে তাতে সাড়া দেওয়া স্ত্রীর অবশ্যকর্তব্য, তখন সে যতই ব্যস্ত থাকুক না কেন।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)


বর্ণনাকারী: