আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৫- অনুমতি গ্রহণ - প্রদান সংক্রান্ত
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২৬২
৩৩১৬. নবী (ﷺ) এর বাণীঃ তোমরা তোমাদের সরদারের জন্য দাঁড়াও।
৫৮২৮। আবুল ওয়ালীদ (রাহঃ) ......... আবু সাঈদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, কুরাইযা গোত্রের লোকেরা সা’দ (রাযিঃ) এর ফায়সালার উপর আত্মসমর্পণ করল। নবী (ﷺ) তাকে নিয়ে আসার জন্য লোক পাঠালেন। তারপর তিনি এলে নবী (ﷺ) সাহাবাদের বললেনঃ তোমরা আপন সরদারের প্রতি অথবা বললেনঃ তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি উঠে দাঁড়াও। তারপর সা’দ (রাযিঃ) এসে নবী (ﷺ) এর পাশেই বসলেন। তখন নবী (ﷺ) তাঁকে বললেনঃ এরা তোমার ফায়সালার উপর আত্মসমর্পণ করেছে। তিনি বললেনঃ তাহলে আমি ফায়সালা দিচ্ছি যে, এদের মধ্যে যারা যুদ্ধপোযুক্ত তাদের হত্যা করা হোক। আর তাদের বাচ্চাদের বন্দী করা হোক। তখন নবী (ﷺ) বললেনঃ এদের ব্যাপারে তুমি আল্লাহ তাআলার ফায়সালা অনুযায়ীই ফায়সালা দিয়েছ।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, আমার কোন কোন সঙ্গী আবুল ওয়ালীদ থেকে আবু সাঈদের এ হাদীসে عَلَى حُكْمِكَ এর স্থলে إِلَى حُكْمِكَ শব্দ আমার কাছে বর্ণনা করেছেন।
ইমাম বুখারী (রাহঃ) বলেন, আমার কোন কোন সঙ্গী আবুল ওয়ালীদ থেকে আবু সাঈদের এ হাদীসে عَلَى حُكْمِكَ এর স্থলে إِلَى حُكْمِكَ শব্দ আমার কাছে বর্ণনা করেছেন।


বর্ণনাকারী: