রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
ভূমিকা অধ্যায়
হাদীস নং: ১৮
অধ্যায়: ২ তাওবা।
১৮। যখন তাওবা কবুল হয় নাঃ
হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন, যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত হয় - তিরমিযী।
ইমাম তিরমিযী রহ. বলেন, এটি একটি 'হাসান হাদীছ'। (তিরমিযী হাদীস নং ৩৫৩৭)
হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন, যতক্ষণ না তার প্রাণ কণ্ঠাগত হয় - তিরমিযী।
ইমাম তিরমিযী রহ. বলেন, এটি একটি 'হাসান হাদীছ'। (তিরমিযী হাদীস নং ৩৫৩৭)
2 - باب التوبة
18 - وعن أبي عبد الرحمان عبد الله بنِ عمَرَ بنِ الخطابِ رضيَ اللهُ عنهما، عن النَّبي - صلى الله عليه وسلم - قَالَ: «إِنَّ الله - عز وجل - يَقْبَلُ تَوبَةَ العَبْدِ مَا لَمْ يُغَرْغِرْ (1)». رواه الترمذي، (2) وَقالَ: «حديث حسن».
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছ প্রমাণ করে যে, তাওবা কবুলের শেষ সীমা হচ্ছে মৃত্যুযন্ত্রণা শুরু হওয়া। মৃত্যুযন্ত্রণা শুরু হয়ে গেলে তাওবার সুযোগ শেষ হয়ে যায়। কেননা তাওবার একটি শর্ত হল পুনরায় গুনাহে লিপ্ত না হওয়ার অঙ্গীকার করা। সেই অঙ্গীকার তখনই করা যায়, যখন গুনাহ করার সময় থাকে। কিন্তু মৃত্যু হয়ে গেলে সেই সময় কোথায়? বান্দা তো এ সময় জীবন সম্পর্কে হতাশ হয়ে পড়ে। হতাশাকর এই অবস্থায় ফের গুনাহ না করার অঙ্গীকার অবান্তর। তো যেহেতু এই অবস্থায় তাওবা কবুলের শর্ত পূরণ হয় না, তাই তাওবাও কবুল হয় না। কুরআন মাজীদেও সুস্পষ্ট ইরশাদ হয়েছে-
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ
অর্থ : তাওবা কবুল তাদের প্রাপ্য নয়, যারা অসৎকর্ম করতে থাকে, পরিশেষে তাদের কারও যখন মৃত্যুক্ষণ এসে পড়ে, তখন সে বলে, এখন আমি তাওবা করলাম। -নিসাঃ ১৮
বি. দ্র. : হাদীছ শাস্ত্রে 'হাসান' একটি পরিভাষার নাম। এর দ্বারা দ্বিতীয় স্তরের বিশুদ্ধ হাদীছ বোঝানো হয়ে থাকে। এরকম হাদীছও প্রমাণ ও অনুসরণযোগ্য।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
তাওবার জন্য কালক্ষেপণ করা অনুচিত, কারণ জানা নেই কখন মৃত্যু এসে যাবে। ফলে তাওবা ছাড়াই কবরে চলে যেতে হবে।
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ
অর্থ : তাওবা কবুল তাদের প্রাপ্য নয়, যারা অসৎকর্ম করতে থাকে, পরিশেষে তাদের কারও যখন মৃত্যুক্ষণ এসে পড়ে, তখন সে বলে, এখন আমি তাওবা করলাম। -নিসাঃ ১৮
বি. দ্র. : হাদীছ শাস্ত্রে 'হাসান' একটি পরিভাষার নাম। এর দ্বারা দ্বিতীয় স্তরের বিশুদ্ধ হাদীছ বোঝানো হয়ে থাকে। এরকম হাদীছও প্রমাণ ও অনুসরণযোগ্য।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
তাওবার জন্য কালক্ষেপণ করা অনুচিত, কারণ জানা নেই কখন মৃত্যু এসে যাবে। ফলে তাওবা ছাড়াই কবরে চলে যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
