আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২১২
৩২৭৮. পরোক্ষ কথা বলে মিথ্যা এড়ানোর উপায়।
৫৭৭৯। মুসাদ্দাদ (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার মদীনাতে (ভয়ংকর আওয়াজ হলে) আতঙ্ক দেখা দিল। নবী (ﷺ) আবু তালহা (রাযিঃ) এর একটি ঘোড়ায় সওয়ার হয়ে এগিয়ে গেলেন এবং (ফিরে এসে) বললেনঃ আমি তো কিছুই দেখতে পেলাম না। আমি এ ঘোড়াটিকে সমুদ্রের মত পেয়েছি।
