আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২০২
৩২৭৩. কারো সঙ্গীকে তার নামের কিছু অক্ষর কমিয়ে ডাকা।
৫৭৬৯। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, একবার উম্মে সুলায়ম (রাযিঃ) সফরের সামগ্রীবাহী উটে সওয়ার ছিলেন। আর নবী (ﷺ) এর গোলাম আনজাশা উটগুলোকে দ্রুত হাকিয়ে নিয়ে যাচ্ছিল। তখন নবী (ﷺ) তাকে বললেনঃ ওহে আনজাশ! তুমি কাঁচপাত্রবাহী উটগুলো ধীরে ধীরে হাকিয়ে নিয়ে যাও।
