আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬২০০
৩২৭২. ওয়ালীদ নাম রাখা।
৫৭৬৭। আবু নুআয়ম ফযল ইবনে দুকায়ন (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) নামাযের রুকু থেকে মাথা তুলে দুআ করলেনঃ ইয়া আল্লাহ! তুমি ওয়ালীদ, সালামা ইবনে হিশাম, আইয়্যাশ ইবনে আবু রাবিয়া এবং মক্কার দুর্বল মুসলমানদের শত্রুর নির্যাতন থেকে নাজাত দাও। আর হে আল্লাহ! মুযার গোত্রকে শক্তভাবে পাকড়াও করো। হে আল্লাহ! তুমি তাদের উপর এমন দুর্ভিক্ষ চাপিয়ে দাও, যেমন দুর্ভিক্ষ ইউসুফ আলাইহিস সালামের যুগে এসেছিল।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন