আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৯৬
৩২৭১. নবীদের (আলাইহিমুস সালাম) নামে যারা নাম রাখেন।
৫৭৬৩। আদম (রাহঃ) ......... জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমরা আমার নামে নাম রাখ। কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়াত রেখ না। কারণ আমিই কাসেম, আমি তোমাদের মধ্যে (আল্লাহর দেওয়া নিআমত) বণ্টন করি। আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে হাদীসটি বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন