আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৮৭
৩২৬৮. নবী (ﷺ) এর বাণীঃ আমার নামে নাম রাখতে পার, তবে আমার কুনিয়াত দিয়ে কারো কুনিয়াত (ডাকনাম) রেখো না।
আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।
আনাস (রাযিঃ) নবী (ﷺ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন।
৫৭৫৪। মুসাদ্দাদ (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমাদের এক ব্যক্তির একটি ছেলে জন্মগ্রহণ করল। সে তার নাম রাখল কাসেম। তখন তারা বললেনঃ আমরা নবী (ﷺ) কে জিজ্ঞাসা না করে তাকে এ কুনিয়াতে ডাকবো না। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার কুনিয়াতে কেউ কুনিয়াত রেখো না।
