আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৭৩১
আন্তর্জতিক নং: ৬১৬২
পরিচ্ছেদঃ ৩২৫৭. কাউকে ‘ওয়াইলাকা’ বলা।
৫৭৩১। মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) ......... আবু বাকরা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ) এর সামনে আরেকজনের প্রশংসা করল। তিনি বললেনঃ ‘ওয়াইলাকা’ (তোমার অমঙ্গল হোক), তুমি তো তোমার ভাইয়ের গর্দান কেটে দিয়েছ। তিনি এ কথাটি তিনবার বললেন। তিনি আরও বললেনঃ যদি তোমাদের কারোর কাউকে প্রশংসা করতেই হয়, আর সে তার অবস্থা সম্পর্কে অবহিত থাকে, তবে শুধু এতটুকু বলবে যে, আমি এ ব্যক্তি সম্পর্কে এরূপ ধারণা পোষণ করি, প্রকৃত হিসাব নিকাশের মালিক একমাত্র আল্লাহ। আর আমি নিশ্চিতভাবে আল্লাহর সামনে কারো পবিত্রতা বর্ণনা করছি না।

তাহকীক:
তাহকীক নিষ্প্রয়োজন