আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৬১
৩২৫৭. কাউকে ‘ওয়াইলাকা’ বলা।
৫৭৩০। মুসাদ্দাদ রাহঃ হাম্মাদ ও আইয়ুব (রাহঃ) সূত্রে ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) এক সফরে ছিলেন। তার সঙ্গে তখন আনজাশা নামক একজন কালো গোলাম ছিল। সে পুঁথি গাইছিল। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ ওহে আনজাশা, তোমার অকল্যাণ হোক, তুমি উটটিকে কাঁচপাত্র সদৃশ সওয়ারীদের নিয়ে ধীরে চালিয়ে যাও।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন