আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫৭২১
আন্তর্জাতিক নং: ৬১৫২
৩২৫৩. কবিতার মাধ্যমে মুশরিকদের নিন্দা করা।
৫৭২১। আবুল ইয়ামান ও ইসরাঈল (রাহঃ) ......... হাসসান ইবনে সাবিত (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, হে আবু হুরায়রা! আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছি। আপনি কি রাসূলুল্লাহ (ﷺ) কে একথা বলতে শুনেছেন যে, ওহে হাসসান! তুমি আল্লাহর রাসূলের তরফ থেকে ওদের পাল্টা জবাব দাও। হে আল্লাহ! তুমি জিবরাঈল (আলাইহিস সালাম) এর মাধ্যমে তাকে সাহায্য কর। আবু হুরায়রা (রাযিঃ) বললেনঃ হ্যাঁ।
باب هِجَاءِ الْمُشْرِكِينَ
6152 - حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، أَنَّهُ سَمِعَ حَسَّانَ بْنَ ثَابِتٍ الأَنْصَارِيَّ: يَسْتَشْهِدُ أَبَا هُرَيْرَةَ، فَيَقُولُ: يَا أَبَا هُرَيْرَةَ، نَشَدْتُكَ بِاللَّهِ، هَلْ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا حَسَّانُ، أَجِبْ عَنْ رَسُولِ اللَّهِ، اللَّهُمَّ أَيِّدْهُ بِرُوحِ القُدُسِ» قَالَ أَبُو هُرَيْرَةَ: نَعَمْ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সহীহ বুখারী - হাদীস নং ৫৭২১ | মুসলিম বাংলা