আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৯
৩৯০। ইশার নামাযের পর গল্প গুজব করা মাকরূহ।
(পবিত্র কুরআনে উল্লেখিত) سامر শব্দটি السَّمرِ ধাতু থেকে নির্গত। এর বহুবচন السُّمَّارُ, এ আয়াতে سامر শব্দ বহুবচনরূপে ব্যবহৃত হয়েছে।
(পবিত্র কুরআনে উল্লেখিত) سامر শব্দটি السَّمرِ ধাতু থেকে নির্গত। এর বহুবচন السُّمَّارُ, এ আয়াতে سامر শব্দ বহুবচনরূপে ব্যবহৃত হয়েছে।
৫৭২। মুসাদ্দাদ (রাহঃ) .... আবু মিনহাল (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার পিতার সঙ্গে আবু বারযা আসলামী (রাযিঃ)-এর নিকট গেলাম। আমার পিতা তাঁকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ (ﷺ) ফরয নামাযসমূহ কোন সময় আদায় করতেন? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) যোহরের নামায যাকে তোমরা প্রথম নামায বলে থাক, সূর্য ঢলে পড়লে আদায় করতেন। আর তিনি আসরের নামায এমন সময় আদায় করতেন যে, আমাদের কেউ সূর্য সজীব থাকতেই মদীনার শেষ প্রান্তে নিজ পরিজনের কাছে ফিরে আসতে পারত। মাগরিব সম্পর্কে তিনি কি বলেছিলেন, তা আমি ভুলে গেছি। তারপর আবু বারযা (রাযিঃ) বলেন, ইশার নামায একটু বিলম্বে আদায় করাকে তিনি পছন্দ করতেন। আর ইশার আগে ঘুমানো এবং পরে কথাবার্তা বলা তিনি অপছন্দ করতেন। আর এমন মুহূর্তে তিনি ফজরের নামায শেষ করতেন যে, আমাদের যে কেউ তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত। এ নামাযে তিনি ষাট থেকে একশ’ আয়াত তিলাওয়াত করতেন।
