আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৪৬
৩২৫২. কবিতা পাঠ, সঙ্গীত ও উট চালানোর সঙ্গীতের মধ্যে যা জায়েয ও যা নাজায়েয।
৫৭১৫। আবু নুয়াইম (রাহঃ) ......... জুনদুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার (জিহাদে) নবী (ﷺ) হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা পাথরে হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং তার একটা আঙ্গুল রক্তাক্ত হয়ে গেল। তখন তিনি কবিতার ছন্দে বললেনঃ তুমি একটি রক্তাক্ত আঙ্গুল বৈ কিছুই নও, আর যে কষ্ট ভোগ করছ, তা তো একমাত্র আল্লাহর পথেই।
