আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১৩৩
৩২৪৫. মু’মিন এক গর্ত থেকে দু’বার দংশিত হয় না। মুআবিয়া (রাযিঃ) বলেছেনঃ অভিজ্ঞতা ব্যতীত বিজ্ঞতা সম্ভব নয়।
৫৭০৩। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ প্রকৃত মু'মিন একই গর্তে দু’বার দংশিত হয় না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন