আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৮- নামাযের ওয়াক্তের বিবরণ
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৫৯৭
৩৮৮। কেউ যদি কোন ওয়াক্তের নামায আদায় করতে ভুলে যায়, তাহলে যখন স্মরণ হবে, তখন সে তা আদায় করে নিবে। সে নামায ব্যতিত অন্য নামায পুনরায় আদায় করতে হবে না।
ইবরাহীম (রাহঃ) বলেন, কেউ যদি বিশ বছরও এক ওয়াক্তের নামায ছেড়ে দিয়ে থাকে তাহলে তাকে সে ওয়াক্তের নামাযই পুনরায় আদায় করতে হবে।
ইবরাহীম (রাহঃ) বলেন, কেউ যদি বিশ বছরও এক ওয়াক্তের নামায ছেড়ে দিয়ে থাকে তাহলে তাকে সে ওয়াক্তের নামাযই পুনরায় আদায় করতে হবে।
৫৭০। আবু নু’আইম ও মুসা ইবনে ইসমাঈল (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ যদি কেউ কোন নামাযের কথা ভুলে যায়, তাহলে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে নামাযের অন্য কোন কাফফারা নেই। (কেননা, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন) أَقِمِ الصَّلاَةَ لِذِكْرِي “আমাকে স্মরণের উদ্দেশ্যে নামায কায়েম কর”।
মুসা (রাহঃ) বলেন, হাম্মাম (রাহঃ) বলেছেন যে, আমি তাকে (কাতাদা রাহঃ) পরে বলতে শুনেছি, “আমাকে স্মরণের উদ্দেশ্যে নামায কায়েম কর।”
আবু আব্দুল্লাহ বললেনঃ হাব্বান (রাহঃ) আনাস (রাযিঃ) এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
মুসা (রাহঃ) বলেন, হাম্মাম (রাহঃ) বলেছেন যে, আমি তাকে (কাতাদা রাহঃ) পরে বলতে শুনেছি, “আমাকে স্মরণের উদ্দেশ্যে নামায কায়েম কর।”
আবু আব্দুল্লাহ বললেনঃ হাব্বান (রাহঃ) আনাস (রাযিঃ) এর সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
