আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬১২২
৩২৪১. দ্বীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে সত্য বলতে লজ্জাবোধ করতে নেই।
৫৬৯২। আদম (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ মু'মিনের দৃষ্টান্ত হল এমন একটি সবুজ গাছ, যার পাতা ঝরে পড়ে না এবং একটির সঙ্গে আরেকটির ঘর্ষণ লাগে না। তখন কেউ কেউ বললঃ এটি অমুক গাছ, আবার কেউ বললঃ এটি অমুক গাছ। তখন আমি বলতে চেয়েছিলাম যে, এটি খেজুর গাছ। তবে, যেহেতু আমি অল্পবয়স্ক ছিলাম, তাই বলতে সংকোচবোধ করলাম। তখন নবী (ﷺ) বলে দিলেন যে, সেটি খেজুর গাছ।
আর শু'বা (রাহঃ) থেকে ইবনে উমর (রাযিঃ) সূত্রে অতিরিক্ত বর্ণিত আছে যে, তারপর আমি উমর (রাযিঃ) এর নিকট এ সম্বন্ধে বললাম। তখন তিনি বললেনঃ যদি তুমি সেসময় একথা বলে দিতে, তবে তা আমার নিকট এত এত (ধন সম্পদ থেকেও) বেশী খুশীর বিষয় হত।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন