আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮৫৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) পার্থিব বস্তুর প্রতি অনাসক্ত, ধন-সম্পদের ক্ষেত্রে নিজের তুলনায় অপরকে প্রাধান্য দিতেন, দুর্বলদের মাঝে সম্পদ বণ্টন করে দিতেন। দানশীলতা আর অল্পে তুষ্ট থাকা ছিলো তাঁর স্বভাবজাত গুণ। তিনি পার্থিব বস্তুর চাইতে পরকালীন বিষয়কে অধিক ভালবাসতেন। এ ছাড়া তিনি কোন যাঞ্চাকারীকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতেন না, কোন আবেদনকারীকেই নিষেধ করতেন না। আল্লাহ্ তাঁর উপর, তাঁর বংশধরদের উপর ও তাঁর মহীয়সী স্ত্রীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন।
৮৫৭। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ পৃথিবীর সমুদয় ধন-ভাণ্ডারের চাবিসমূহ আমার হাতে দিয়ে বলা হয়, মহান আল্লাহ্‌র কাছে আপনার যা বিনিময় (সাওয়াব পাওনা আছে সেগুলোর সাথে এ সম্পদগুলোও দেয়া হলো! আর তাতে আপনার সাওয়াব এতটুকুন কমানো হবে না। রাবী বলেন, তারপর রাসূলুল্লাহ্ (ﷺ) যখন দুনিয়া থেকে বিদায় নিলেন এবং জনগণকে এমন একটি অবস্থায় রেখে গেলেন যে, তারা হলুদ, সবুজ ও লাল রংের (হরেক রকমের) খাবার খেতে লাগলো । খাদ্যবস্তু একই কিন্তু তোমাদের প্রকৃতির চাহিদা অনুযায়ী রংগুলোকে পরিবর্তন করেছো।
أبواب الكتاب
بَابٌ: ذِكْرُ زُهْدِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَإِيثَارِهِ الْأَمْوَالَ عَلَى نَفْسِهِ، وَتَفْرِيقِهَا عَلَى الْمُخْفِينِ مِنْ أَصْحَابِهِ إِذِ الْكَرَمُ طَبْعُهُ، وَالْبُلْغَةُ مِنْ شَأْنِهِ، وَالْقَنَاعَةُ سَجِيَّتُهُ، وَاخْتِيَارِهِ الْبَاقِي عَلَى الْفَانِي، وَأَنَّهُ مِنْ عَادَتِهِ أَلَا يَرُدَّ سَائِلًا، وَلَا يَمْنَعَ طَالِبًا، صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَى أَزْوَاجِهِ.
857 - حَدَّثَنَا قَاسِمٌ الْمُطَرِّزُ، نَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مَاهَانَ، حَدَّثَنِي أَبِي، نَا سُلَيْمَانُ بْنُ خَالِدٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ، فَوُضِعَتْ فِي كَفِّي، فَقِيلَ لِي: هَذَا لَكَ مَعَ مَا لَكَ عِنْدَ اللَّهِ لَا يُنْقِصُكَ اللَّهُ مِنْهُ شَيْئًا، فَذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حِينَ ذَهَبَ وَتَرَكَهُمْ فِي هَذِهِ الدُّنْيَا، يَأْكُلُونَ مِنْ خَبِيصِهَا: مِنْ أَصْفَرِهِ، وَأَخْضَرِهِ، وَأَحْمَرِهِ، وَإِنَّمَا هُوَ شَيْءٌ وَاحِدٌ، وَلَكِنْ غَيَّرْتُمْ أَلْوَانَهَا الْتِمَاسَ الشَّهَوَاتِ

হাদীসের ব্যাখ্যা:

“পৃথিবীর ধন-ভাণ্ডারের সমুদয় চাবি তাঁর হাতে দেয়া হয়েছে” এর ভাবার্থ হলো—তাঁর ইন্তিকালের পর সাহাবায়ে কিরাম বিভিন্ন দেশ জয় করেন আর সেসব বিজয়ের সাথে সাথে সম্পদ ও ধনৈশ্বর্য তাদের হস্তগত হয়। তারপর সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন কাটানোর প্রতি মানুষের অনুরাগ দেখা দেয়। হরেক রকম সুস্বাদু খাবার তৈরি হতে থাকে। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে ক্ষুধা, দারিদ্র্য ও অভাব-অনটনের যে টানাপড়েন ছিল তা আর অবশিষ্ট থাকেনি। বিশিষ্ট সাহাবীগণ মানুষের এ প্রাচুর্যপূর্ণ জীবনকে ভাল মনে করতেন না। হযরত আবূ হুরায়রা (রা) তাই আফসোস করে বলেন, উদ্দেশ্যের দিক থেকে খাদ্যগ্রহণ তো এক ও অভিন্নই ছিল। কিন্তু তোমাদের রসনাবিলাসের জন্য খাদ্যদ্রব্যকে বিভিন্ন রকম ও স্বাদে পরিণত করেছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান